ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

ঈদে ফিটনেসবিহীন গাড়ির জন্য যানজট হতে পারে: কাদের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাস্তার জন্য এবার যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। কিন্তু  ফিটনেসবিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ঢাকার মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   

এসময় তিনি ঈদের আগে ঢাকার রাস্তাগুলোতে খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ঈদের আগে-পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে রাস্তার জন্য  কোথাও যানজট হবে না। কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করবে। তবে এ সমস্যা দূর করার জন্য ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান চলবে।

যানজটের কারণ উল্লেখ করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায় রেকার এসে সরাতে দীর্ঘ যানজট লেগে যায়।

এমএইচ/এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি